যুক্তরাষ্ট্রে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে প্রায় দুই হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির সরকারি জ্বালানি সংস্থা কাতার পেট্রোলিয়ামের (কিউপি) প্রধান নির্বাহী কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিশ্বের জ্বালানি রফতানিকারক দেশগুলোর শীর্ষ সংগঠন ওপেক থেকে দোহার বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রে উপসাগরীয় অঞ্চলের এই দেশটির সম্ভাব্য ঝুঁকি থেকে মুক্ত রাখার লক্ষ্যে এই পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্বের শীর্ষ তরল প্রাকৃতিক গ্যাসের উৎপাদনকারী কাতার। দেশটির জ্বালানি সংস্থা কিউপির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাদ আল-কাবি। রোববার তিনি বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে বিদেশি অংশীদারদের জন্য নতুন এলএনজি ট্রেন তৈরি করবে কিউপি।

আরও পড়ুন : ৫০ হাজার আইফোন, দেড়শর বেশি ফ্ল্যাট কেনা যেত ঈশার বিয়ের টাকায় 

তবে এই প্রকল্প কাতার পেট্রোলিয়াম একাই তৈরি করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভালো প্রস্তাব না পেলে কোনো বিদেশি তেল কোম্পানিকে এতে যুক্ত করা হবে না।

কাবি বলেন, আমার কথা লিখে রাখুন, যদি আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাতে না পারি; তাহলে প্রকল্পের কাজ একাই এগিয়ে নেবো।

সূত্র : রয়টার্স।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।