সহপাঠী উত্যক্ত করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২০ আগস্ট ২০১৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ফরিদ উদ্দিন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার মিনু (১৫) একই শ্রেণির ছাত্র তারেক (১৬) ওপর ক্ষিপ্ত হয়ে স্কুল থেকে বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। মিনু উপজেলার হাড়িয়া গ্রামের পণ্ডিত বাড়ির প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে।

স্কুলছাত্রীর আত্মহত্যার সংবাদ পেয়ে এলাকাবাসী প্রতিবাদ বিক্ষোভ করে। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্র তারেককে স্কুলে আটক করে রাখে। এসময় এলাকাবাসী স্কুলে ভাঙচুর চালায়। শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর তারেককে আটক করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী ও শারমিন আক্তার মিনুর পরিবার জাগো নিউজকে জানান, মিনুকে প্রায়ই উত্যক্ত করতো তার সহপাঠী সংহাই গ্রামের প্রবাসী আবু তাহেরের ছেলে তারেক। এনিয়ে বিদ্যালয়ে কয়েকবার অভিযোগ করলে তাদের মধ্যে সমঝোতা করে দেয়া হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, তাদের মাঝে সমঝোতা করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধ্যহ্ন বিরতিতে শারমিন ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। এরপর তাদের বসত ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবদুল মতিন মৃত ঘোষণা করেন।

শারমিনের ভাই সাহাব উদ্দিন জাগো নিউজকে জানান, দুপুরে তার বোন কান্না করতে করতে বাড়িতে আসে। তাদের ধারণা তারেক তার বোনকে উত্যক্ত করেছে।

এদিকে এলাকাবাসী জানায়, ইভটিজিংয়ের কারণে শারমিন আত্মহত্যা করেছে। ঘটনার দিন সকালে তারেকের মা ও বোন শারমিনকে অপমান করায় রাগ ও ক্ষোভের কারনে শারমিন আত্মহত্যার পথ বেঁছে নেয়।

এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিলদার আজাদ জাগো নিউজকে জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে প্রেমঘটিত কারণ থাকতে পারে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।