মালেক চুন্নুর স্মরণে হকি প্রতিযোগিতা


প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২০ আগস্ট ২০১৫

২০০৪ সালে জাতীয় পুরস্কার পাওয়া তারকা হকি খেলোয়াড় আবদুল মালেক চুন্নুর স্মরণে হকি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ওস্তাদ ফজলু হকি অ্যাকাডেমি ও মালেক চুন্নু মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্টপোষকতায় আগামী ২৮ আগস্ট থেকে ঢাকায় শুরু হচ্ছে প্রতিযোগিতাটি।

প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে পুরান ঢাকার আরমানিটোলা স্কুল মাঠে। প্রতি দলে থাকবে প্রিমিয়ার হকি লিগের সর্বোচ্চ তিন খেলোয়াড়সহ মোট সাতজন। প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন হকি খেলোয়াড়। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, হকি তারকা আবদুল মালেক চুন্নু ২০১৩ সালে ডায়াবেটিস আর কিডনি রোগে মারা যান। ১৯৭৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান যুব হকি প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অভিষেক ঘটে হকির এই তারকার।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৯৭৮ ও ৮১’র সালের এশিয়ান গেমস ও ১৯৮৫ সালের এশিয়া কাপ হকিতেও খেলেছেন তিনি। হকিতে অসামান্য অবদান রাখায় ১৯৮৪ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার পান চুন্নু।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।