কুইন্সল্যান্ডের দিকে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ওয়েন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে ধেঁয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ওয়েন। ঘূর্ণিঝড়টি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে ধীর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ওয়েন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে ঘণ্টায় ২শ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাবে।

স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড়টি চার মাত্রার ক্যাটাগরি ধারণ করে আঘাত হানার আগে ভূমিধস আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুইন্সল্যান্ডের পূর্বাঞ্চলীয় উপকূল থেকে ধেঁয়ে আসবে ঘূর্ণিঝড়টি। এটি কয়েকশ কিলোমিটার জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে বলে সতর্ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনগুলোতে ৪শ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আকস্মিক বন্যা এবং ঝড় আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে রাখতে এবং বাড়ির ভেতরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।