ছলচাতুরি করে জিতেছে কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮

হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপির চরম বিপর্যযের কারণ খুঁজে পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার মতে ওই তিনরাজ্যে ছলচাতুরি করেই জিতেছে কংগ্রেস। বুধবার এই মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসর মিথ্যা কথা সব ধরা পড়ে যাবে এবং উজ্জ্বল হবে তার দলের ভবিষ্যৎ।

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ভোটের আগে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু সেসব রাজ্যের বেশিরভাগেই ভরাডুরি হয়েছে বিজেপির।

অন্যদিকে, হারের কারণ খুঁজে বের করতে বৃহস্পতিবার দলের প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন সভাপতি অমিত শাহ। ২০১৯ সালে সাধারণ নির্বাচনের আগে দলের নেতাকর্মীদের মনোবল চাঙা করতে উপায় খোঁজা হবে বৈঠকে।

তার আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতিরও বৈঠক হওয়ার কথা।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।