চীনে আরও এক কানাডীয় নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮

চীনে আরও এক কানাডীয় নিখোঁজ হয়েছেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা তাদের দেশের ওই নাগরিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তাদের ধারণা ওই কানাডীয়কেও আটক করেছে চীন।

এর আগে কানাডার এক সাবেক কূটনীতিককে চীনে আটক করা হয়। চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে কানাডার পুলিশ আটক করার পর বেইজিং ওই কানাডীয় কূটনীতিককে আটক করে।

চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার সীমান্তের কাছে ডানডংয়ের ব্যবসায়ী মাইকেল স্প্যাভোরের সঙ্গে যোগাযোগ হয়েছিল কানাডীয় কর্মকর্তাদের। ওই কানাডীয় নাগরিক জানিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুইলাউমি বেরুবে জানিয়েছেন, স্প্যাভোর কোথায় আছেন সে বিষয়টি নিশ্চিত হতে বদ্ধ পরিকর কানাডা। তারা এ বিষয়ে কাজ করে যাচ্ছেন।

চলতি সপ্তাহে চীনে আটক কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিংকে আটক করা হয়। ওই ঘটনা রেশ কাটতে না কাটতেই স্প্যাভোর নামের আরও এক কানাডীয় নিখোঁজ হলেন।

চীনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কাজে কভরিং জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।