মাকে বাঁচাতে নিজের লিভারের অংশ দান করল মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

হায়দরাবাদে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বসিরহাটের দেবী ঘোষ। ঘন ঘন বমি হচ্ছিল। কিছুতেই পেটের যন্ত্রণা কমছিল না। তাকে হায়দরাবাদের হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা জানান, ‘সিরোসিস অব লিভার’ হয়েছে ৪৩ বছরের এই নারীর।

চিকিৎসকের কথা শুনে ঘোষ পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। চোখের সামনে নেমে এসেছিল অন্ধকার। ‘সিরোসিস অব লিভার’ মানে তো মৃত্যু পরোয়ানা! প্রতিস্থাপনই যে একমাত্র পথ তা পরিষ্কার করে দিয়েছিলেন চিকিৎসকরা।

ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল দেবী ঘোষের শারীরিক অবস্থা। পেটে জমে যাচ্ছিল পানি। শেষ পর্যন্ত মায়ের এই সংকটাপন্ন অবস্থায় এগিয়ে আসলেন তার মেয়ে। অসুস্থ মাকে বাঁচাতে নিজের লিভারের তিনভাগের একভাগ কেটে মাকে দান করলেন মেয়ে ঐন্দ্রিলা ঘোষ।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের এমএসসির ছাত্রী রোববারই মায়ের সঙ্গে পিজি হাসপাতালে ভর্তি হয়ে যান। মঙ্গলবার সকাল থেকে অস্ত্রোপচার শুরু হয়। মেয়ের লিভার থেকে ৩৫ শতাংশ কেটে মায়ের শরীরে প্রতিস্থাপন করা হয়।

অস্ত্রোপচারের পর দুজনকেই আইসিইউ-তে রাখা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে বলেই হাসপাতালের তরফ থেকে দাবি করা হয়েছে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।