ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১২ ডিসেম্বর ২০১৮

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত আটটার দিকে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রসবর্গের ক্রিসমাস বাজারের নিকট এ হামলার ঘটনা ঘটে। হামলার পর থেকে পলাতক রয়েছেন বন্দুকধারী।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসটফি ক্যাসটেনারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্দুকধারীর পরিচয় জানতে পেরেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুইবার মুখোমুখি হয়েছে সে। তাকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সিএনএন বলছে, মঙ্গলবার রাত আটটার দিকে একজন বন্দুকধারী সেন্ট্রাল স্কয়ারের নিকটে অবস্থিত করবিউ ব্রিজের পাশের ত্রিসমাস বাজারে প্রবেশ করে। পরে ওই সন্দেহভাজন অতর্কিত গুলি ছোড়ে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাসটেনার। ঘটনার পর হামলাকারীকে ধরতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ৩৫০ সদস্য বন্দুকধারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিনি।

 

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।