জম্মু-কাশ্মিরে জঙ্গি হামলায় ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

জম্মু-কাশ্মিরের সোপিয়ান জেলায় একটি পুলিশ পোস্টে জঙ্গিদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই পুলিশ সদস্যরা একটি আবাসিক এলাকায় নজরদারি চালাচ্ছিলেন।

তারা একটি গার্ডরুমে অবস্থান করছিলেন। সে সময় জঙ্গিরা তাদের লক্ষ্য করে হামলা চালায়। মঙ্গলবার বিকেলে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে থাকা রাইফেল নিয়ে গেছে জঙ্গিরা।

জঙ্গিদের হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিন পুলিশ সদস্য। অপর এক পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এক টুইট বার্তায় পুলিশ সদস্যদের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, সোপিয়ানে পুলিশ পোস্টে হামলার তীব্র নিন্দা জানাই আমি। হামলায় নিহত পুলিশ সদস্যদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।