পিরামিড চূড়ায় উঠে নগ্ন হলেন প্রেমিক-প্রেমিকা, তারপর...

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

মিসরে অবস্থিত পিরামিড চূড়ায় উঠে নগ্ন হয়েছেন এক প্রেমিক যুগল। নীল নদের পশ্চিম তীরবর্তী শহর গিজার গ্রেট খুফু পিরামিডে ওঠার পর তারা নগ্ন হয়ে পোজ দিয়ে সেটার ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন। ওই ভিডিওচিত্রটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় ঘটনার তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, একদিন রাতে পিরামিড চূড়ায় উঠে নগ্ন হয়ে তিন মিনিটের একটি ভিডিওচিত্র ধারণ করেন ওই প্রেমিক-প্রেমিকা যুগল। এরপর তাদের নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এর তীব্র নিন্দা করে মন্তব্য করা শুরু করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে ভিডিওটির বর্ণনা দিয়ে বলা হয়, তিন মিনিটের ভিডিওচিত্রটিতে দেখা যায় গিজার গ্রেট পিরামিডের পেছনে মিসরের রাজধানী কায়রো। প্রেমিক-প্রেমিকা জুটি পিরামিডের চূড়ায় উঠলে প্রথমে শার্ট খুলে ফেলেন প্রেমিক। নানারকম পোজ দিয়ে কিছু ছবি তোলেন। এরপর দুজনে নগ্ন হয়ে সে দৃশ্যের ভিডিও ধারন করেন।

মিসর কর্তৃপক্ষ এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করে। পরে দেশটির প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালিদ আল আনানি মামলাটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্থানান্তরিত করেন। রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এখন ওই মামলার তদন্ত করছে।

মিসরের প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত শুক্রবার এ বিষয়ে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, ‘গত বুধবার রাতে পিরামিডের চূড়ায় উঠে এক প্রেমিক-প্রেমিকা জুটির ভিডিও ধারণ ও ছবি তোলার ঘটনা মিসরের সামাজিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালিদ আল আনানি অ্যাটর্নি জেনারেলকে মামলাটির তদন্তের দায়িত্ব দিয়েছেন।’

মিসরের অনলাইন সূত্রের মাধ্যমে জানা যায়, বুধবার রাতে ইউটিউবে ভিডিওটি আপলোড করেন আন্দ্রেস হাভিদ নামের একজন চিত্রগ্রাহক। উল্লেখ্য, পিরামিডে ওঠা মিসরে আইনত দণ্ডনীয় একটি অপরাধ।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।