নাইটক্লাবের কনসার্টে পদদলিত হয়ে নিহত ৬, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

ইতালির পূর্বাঞ্চলের উপকূলীয় শহর আনচোনায় নাইটক্লাবের একটি কনসার্টে পদদলিত হয়ে ৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার গভীর রাতে ইতালির কোরিনাল্ডো শহরের একটি নাইটক্লাবে মরিচের গুড়া স্প্রে করা হয়। আতঙ্কিত হয়ে দর্শকরা ছোটাছুটি করার সময় পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ছয় জন প্রাণ হারান।

ল্যান্টের্না আজ্জুরা নামের ওই নাইটক্লাবটিতে জনপ্রিয় র‌্যাপ সঙ্গীতশিল্পী স্ফেরা এব্বাস্তার উপস্থাপনায় একটি কনসার্ট চলছিল। ধারণা করা হচ্ছে, ক্লাবের ভেতরে ওই কনসার্টটি শুনছিলেন প্রায় এক হাজার দর্শক। স্থানীয় সময় রাত একটায় দর্শকদের ওপর মরিচের গুড়া স্প্রে করলে এ হতাহতের ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আহতদেরকে স্থানীয় সেনিগালিয়া ও আনচোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কে বা কারা মরিচের গুড়া স্প্রে করেছে এ ব্যাপারে কিছু জানায় নি তারা।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।