এই প্রথম এমন আবহাওয়া দেখল চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

এই প্রথম এমন আবহাওয়া দেখল চীন। আবহাওয়া সেখানে এতই ঠান্ডা যে পানি রীতিমত বরফে পরিণত হচ্ছে। চীনের উত্তরাঞ্চলীয় মোহে শহরে কুয়াশা আর বরফে চারদিক ঢেকে গেছে। এমন ঘটনা সেখানে বিরল। কারণ এর আগে এমন ঠাণ্ডা পড়েনি সেখানে। চীনা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডিসেম্বরের ৬ তারিখে সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪৩ দশমিক ৫ সেলসিয়াস।

মোহে শহরের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার সেখানকার তাপমাত্রা মাইনাস ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

china-l

বুধবার তাপমাত্রা ছিল ৪২ দশমিক ১ সেলসিয়াস এবং বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কর্তৃপক্ষ প্রচণ্ড ঠান্ডার কারণে ইতোমধ্যেই রেড ওয়ার্নিং জারি করেছে। অপরদিকে হেইলংজিয়াং আবহাওয়া ব্যুরো পুরো রাজ্যে অরেঞ্জ ওয়ার্নিং জারি করেছে। কুয়াশার কারণে ১শ মিটারের কম দূরত্ব পর্যন্ত চোখে দেখা যাচ্ছে। তার বেশি আর দেখা যাচ্ছে না।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।