হীরায় মোড়ানো বিমান আনছে এমিরেটস এয়ারলাইন্স?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের হীরায় মোড়ানো একটি বিমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

এমিরেটস এয়ারলাইন্সের টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার টুইট করা ওই ছবিটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এতে দেখা যাচ্ছে, এমিরেটসের বোয়িং-৭৭৭ বিমানের একটি ফ্লাইট পুরোপুরি হীরা এবং অত্যন্ত দামি স্বচ্ছ কাঁচে খচিত।

হীরক খচিত বিমানটি বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি টার্মিনালে রাখা হয়েছে। এর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের লাগেজ এবং ট্রাক। সূর্যের আলোতে চকচক করছে বিমানটি।

আরও পড়ুন : ধর্ষণ থেকে মাকে বাঁচিয়ে প্রাণ দিলো ছেলে

টুইটে ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, এমিরেটসের ব্লিং-৭৭৭। এমিরেটসের টুইটার অ্যাকাউন্টে ছবিটি বুধবার টুইট করা হয়েছে। তবে আগের দিন মঙ্গলবার প্রথমে এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন ক্রিস্টাল শিল্পী সারা শাকিল। এই শিল্পীর অ্যাকাউন্টে ছবিটিতে লাইক পড়েছে প্রায় ৪৭ হাজার।

একেবারে বাস্তবের মতো দেখতে বিমানের এই ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যায়। বিশেষ করে যারা বিলাসী এবং স্টাইলিশ, তাদের আগ্রহ ছিল তুঙ্গে। ইনস্টাগ্রামের এক ব্যবহারকারী লিখেছেন, এটা আমার বিমানের মতো।

অপর একজন লিখেছেন, হীরক বৃষ্টি। তবে এই ছবিটির ব্যাপারে যোগাযোগ করা হলে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজকে এমিরেটস এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেন, এ ধরনের হীরক খচিত কোনো বিমান তাদের নেই। আমার ক্রিস্টাল শিল্পী সারা শাকিলের কারুকার্য খচিত একটি ছবি টুইট করেছি মাত্র।

আরও পড়ুন : রাখাইনে ফের সংঘর্ষ, অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তার প্রাণহানি

তিনি বলেন, তবে আমি নিশ্চিত করছি, এটা বাস্তব নয়। শাকিল পাকিস্তানি বংশোদ্ভূত দন্ত চিকিৎসক এবং শিল্পী। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৫ লাখ। তার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে স্বচ্ছ কাঁচ ও হীরক খচিত বিভিন্ন ধরনের ছবি শেয়ার করতে দেখা গেছে।

এই ছবিটিও তিনি আঁকার পর শেয়ার করেছেন। সেখান থেকে আমাদের টুইটার অ্যাকাউন্টে ছবিটি টুইট করা হয়েছে। তবে এ ধরনের বিমান আমাদের নেই।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।