রাজস্থান-তেলেঙ্গানায় ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮

প্রার্থীদের ব্যস্ত প্রচারণার পর বিধানসভা নির্বাচনের ভোট চলছে রাজস্থান ও তেলেঙ্গানায়। শুক্রবার সকাল থেকেই ভোটের লাইনে চলছে দলগুলোর ভাগ্যনির্ধারণ।

রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়া আর তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাও ফিরে আসবেন কিনা তা জানা যাবে আগামী ১১ ডিসেম্বর। রাজস্থানে কংগ্রেস আর তেলেঙ্গানায় মহাজোট চ্যালেঞ্জের মুখে ফেলেছে তাদের। মূল লড়াই তাদের সঙ্গেই।

রাজস্থানে ভোট হচ্ছে ১৯৯টি কেন্দ্রে এবং তেলেঙ্গনায় ১১৯টিতে ভোট চলছে। তেলেঙ্গানায় ভোটের শুরুতেই ইভিএমের গোলমালের খবর এসেছে হায়দরাবাদ, পেডাপল্লি, করিমনগর এবং খাম্মাম থেকে।

সেখানে ১৩টি নকশাল অধ্যুষিত কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হবে এক ঘণ্টা আগে। এদিকে, ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা
এক টুইটে লিখেছেন, তিনি ভোট দিতে গিয়ে দেখেছেন, তার নাম ভোটার তালিকায় নেই। তার প্রশ্ন, এটাকে ন্যায্য ভোট বলা যাবে কী করে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০ দশমিক ১৫ শতাংশ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।