চাবাহারে হামলায় জড়িতদের শাস্তি দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৮

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বন্দরনগরী চাবাহারে সন্ত্রাসী হামলার নিন্দা করে বলেছেন, হামলায় জড়িত সন্ত্রাসী চক্র ও তাদের প্রভুদের শাস্তির আওতায় আনবে তেহরান।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরের পুলিশ সদর দফতরের কাছে গাড়ি বোমা হামলার পর এর নিন্দা জানিয়ে বৃহস্পতিবার তিনি এক টুইট বার্তায় বলেন, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

সন্ত্রাসীরা গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে পুলিশ সদর দফতরের দিকে যাচ্ছিল। কিন্তু স্থানীয় নিরাপত্তা বাহিনী দ্রুত ওই গাড়িকে বাধা দিলে তাদের সে পরিকল্পনা ব্যর্থ হয়। এ হামলায় অন্তত দুই পুলিশ নিহত ও ৪০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী মারা গেছে। এই হামলার দায় স্বীকার করেছে আনসারুল ফুরকান।

জারিফ বলেন, আমরা আগেও যেমনটি বলেছি যে, এ ধরনের অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না। ২০১০ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানের দিকে সন্ত্রাসীরা যাওয়ার সময় আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে ধরে ফেলেছিল।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।