কুমিল্লায় সকাল-সন্ধ্যা হরতাল


প্রকাশিত: ০৩:১৩ এএম, ২০ আগস্ট ২০১৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দুই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।

গত মঙ্গলবার ঢাকায় শওকত মাহমুদকে গ্রেফতারের পরই পৃথকভাবে বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলা বিএনপি হরতাল আহ্বান করে। কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সাংবাদিকদের হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হরতালে নাশকতা ঠেকাতে দুই উপজেলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে আজকের হরতালে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জাগো নিউজকে জানান, হরতালে নাশকতা ঠেকাতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালের নামে কেউ নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে।

মো: কামাল উদ্দিন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।