বাজারে এসারের নতুন ল্যাপটপ


প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৯ আগস্ট ২০১৫

বাজারে নতুন ল্যাপটপ নিয়ে এসেছে অন্যতম প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এসার। নতুন এই ল্যাপটপের মডেল এসপায়ার ভিএন৭-৫৭১জি। এতে রয়েছে চার গিগাবাইটের র‌্যাম। পাশাপাশি দুই দশমিক ৪০ গিগাহার্টজ গতির পঞ্চম প্রজন্মের ইন্টেল কোর আই৭ ৫৫০০ইউ প্রসেসর।

১৫ দশমিক ছয় ইঞ্চি এলইডি টাচ ডিসপ্লের এ ল্যাপটপে এক টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে। এছাড়া এনভিডিয়া জিফোর্স ৯৪০এম ৪ গিগাবাইট ইন্টিগ্রেটেড গ্রাফিকস, ল্যান, ওয়াই-ফাই, ব্লুটুথ, সিঙ্গেল স্টেরিও পোর্ট, ইউএসবি পোর্ট তিনটিসহ এইচডিএমআই ডিসপ্লে পোর্ট রয়েছে।

হালকা ওজনের এ ল্যাপটপ কালো রঙে বাজারে পাওয়া যাবে। রায়ানস কম্পিউটারসের আনা ল্যাপটপটির দাম ৮২ হাজার ৫০০ হাজার টাকা। বৈধ উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমভিত্তিক ল্যাপটপটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে।

ল্যাপটপটিতে থ্রি সেল লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একটানা পাঁচ ঘণ্টাব্যাপি পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। ডিভাইসটিতে এইচডি ওয়েবক্যাম রয়েছ।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।