কৌশল পাল্টাচ্ছে হিজবুত তাহরির : তৎপরতা অনলাইনে


প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৯ আগস্ট ২০১৫

এতোদিন অনেকটা জনসম্মুখে প্রচারণা চালিয়ে যাচ্ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। কিন্তু সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়ে এবার কৌশল পাল্টিয়েছে তারা। প্রতিবাদী লোকজন ও পুলিশের চোখে ফাঁকি দিতে এখন তারা প্রচারণার সময় হিসেবে বেছে নিয়েছে রাতের আঁধারকে। সরকার ও রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের মাধ্যমে তারা কথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।

লিফলেট বিতরণ ছাড়াও অনলাইনে তারা সংগঠনের কার্যক্রম আগের চেয়ে জোরদার করেছে। আগামী ৪ সেপ্টেম্বর তারা অনলাইন মহাসম্মেলনের ডাক দিয়েছে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় অনলাইনে হিজবুত তাহরিরের সম্মেলনের ঘোষণা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে সিলেটে। সোমবার রাতে নগরের দক্ষিণ সুরমার খোজারখলার মসজিদের সামনে হিজবুত তাহরির সদস্যরা লিফলেট বিতরণ করেন।

সিলেটে বিলি করা লিফলেটটিতে বলা হয়েছে, অনলাইন মহাসম্মেলনটি www.livestream.com/Emergingkhil@fahbd ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

সম্মেলনে তিনজন বক্তা ‘খিলাফত রাষ্ট্রে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির সুনির্দিষ্ট পরিবর্তন’, ‘আন্তর্জাতিক বিশ্বে কিভাবে খিলাফত টিকে থাকবে এবং নেতৃত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে’ এবং ‘আওয়ামী-বিএনপি শাসকগোষ্ঠীর অপসারণ এবং খিলাফত পুনঃপ্রতিষ্ঠায় কার্যকরী রাজনৈতিক কর্মসূচি’ বিষয়ে বক্তব্য রাখবেন। সম্মেলন চলাকালে অনলাইনে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দেবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশি ধরপাকড় এড়াতে চিহ্নিত হিজবুত জঙ্গিরা গা ঢাকা দিয়ে আছেন। সংগঠনের প্রচারের ক্ষেত্রে তারা অফলাইনের চেয়ে অনলাইনে প্রচারণাকে বেশি নিরাপদ মনে করছেন। হিজবুত তাহরিরের একাধিক ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে তারা তাদের মতাদর্শ প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে।

নিজেদের মধ্যে তথ্যের আদান-প্রদানের ক্ষেত্রেও তারা ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রচারিত ওয়েবসাইটের মাধ্যমেও হিজবুত তাহরির তাদের প্রচার চালিয়ে যাচ্ছে।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।