ক্রিকেটার উসমান খাজার ভাই আরসালান খাজা আটক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা উসমান খাজার ভাই আরসালান খাজাকে আটক করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আরও একজন ব্যক্তিকে সন্ত্রাসবাদের খপ্পরে ফেলে ফাঁসানোর চেষ্টা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে অনুযায়ী, অস্ট্রেলিয়া পুলিশ আরসালান খাজার (৩৯) বিরুদ্ধে জালিয়াতি ও বিচারিক আদালতের রায়ে হস্তক্ষেপ করার অভিযোগ আনতে যাচ্ছে। বিভাগের সহপাঠী এক শ্রীলঙ্কান শিক্ষার্থীকে ব্যক্তিগত দ্বন্দের জেরে সন্ত্রাসবাদের মতো ভয়াবহ অভিযোগ তুলে ফাঁসানোর চেষ্টা করায় তাকে আটক করেছে অস্ট্রেলীয় পুলিশ।

চলতি বছরের আগস্টে সিডনিতে এক শ্রীলঙ্কান শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের অভিযোগ একটি নোটবুকে অস্ট্রেলীয় রাজনীতিকদের হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি। অবশ্য এক মাস আটক থাকার পর ছাড়া পান ওই শিক্ষার্থী।

মোহামেদ কামের নিজাম উদ্দিন (২৫) নামের শ্রীলঙ্কান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি শিক্ষার্থী। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বীদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।

ঘটনার তদন্ত শেষে পুলিশের হাতে প্রমাণ এসছে, আরসালান খাজার নিখুঁত পরিকল্পনায় ফেঁসে গিয়েছিলেন নিজাম উদ্দিন। কথিত ওই হামলার ছকে যেসব নাম ছিল তার মধ্যে সাবেক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও সিডনি অপেরা হাউসের মতো স্থাপনা অন্যতম।

আরসালান খাজা ও মোহামেদ কামের নিজাম উদ্দিন দুজনেই নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে পড়তেন। নারী সংক্রান্ত দ্বন্দ্বের জেরে নিজাম উদ্দিনের বিরুদ্ধে খাজা এমন ষড়যন্ত্রের পরিকল্পনা করেন বলে জানিয়েছে পুলিশ।

তবে এরকম অভিযোগে তুলে ভাই আরসালান খাজাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি ক্রিকেটার উসমান খাজা।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।