আমিরাতের পাসপোর্ট বিশ্বে সবচেয়ে শক্তিশালী
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকার র্যাকিংয়ে এক নম্বরে উঠে এসছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট। বিশ্বব্যাপী পাসপোর্ট র্যাকিংয়ের সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান ‘পাসপোর্ট ইনডেক্সের’ দেয়া তালিকা অনুযায়ী শক্তিশালী পাসপোর্ট তালিকায় এখন সবার উপরে আমিরাত।
পাসপোর্ট ইনডেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, কোনো ব্যক্তির কাছে যদি সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট থাকে তাহলে সেই ব্যক্তি ভিসা ছাড়াই বিশ্বের ১৬৭টি দেশ ভ্রমণ করতে পারবেন। তবে এর মধ্যে ১১৩ টি দেশে যেতে কোনো ভিসাই লাগবে না। আর ৫৪টি দেশে যেতে প্রয়োজন পড়বে অন অ্যারাইভাল ভিসার।
আরও পড়ুন>> বাসরঘরের বদলে কারাগারে
গত ১ ডিসেম্বর দেশটির জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বলেন, ‘এই অর্জন সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা শেখ জায়েদের যোগ্য উত্তরাধিকারীদের। আর এটা প্রমাণ করে যে, আমিরাত বিশ্ব পর্যায়ে কতটা গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র।’
এসএ/পিআর