মেক্সিকোতে মার্কিন কনস্যুলেটে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, ০২ ডিসেম্বর ২০১৮

মেক্সিকোর গুয়াদালাজারা শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে গ্রেনেড হামলা চালানো হয়েছে। এই ঘটনার তদন্ত করছে মেক্সিকো কর্তৃপক্ষ। গ্রেনেড হামলার ঘটনা মেক্সিকোর নতুন প্রেসিডেন্টকে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি করবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয়। মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের শপথ অনুষ্ঠান শুরুর আগেই ওই হামলার ঘটনা ঘটে।

মেক্সিকোতে নিয়োজিত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি এবং মেক্সিকো কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে।

জালিসকো রাজ্যের সরকারি কৌঁসুলিরা টুইট বার্তায় জানিয়েছেন, ফেডারেল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গেই এই ঘটনা তদন্ত করছে।

জালিসকো রাজ্যটি অপরাধী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মূল ঘাঁটি। এই গোষ্ঠীকে মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী অপরাধী গোষ্ঠী মনে করে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো কর্তৃপক্ষ। এই গোষ্ঠীর নেতা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস বা এল মেঞ্চো মার্কিন মাদক প্রতিরোধ প্রশাসনের মোস্ট ওয়ানন্টেড তালিকায় রয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।