১৮ বছর পর শেষ হলো সেতুর কাজ


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৯ আগস্ট ২০১৫

গাইবান্ধা ও গোবিন্দগঞ্জবাসীর স্বপ্নের ‘বড়দহ সেতু’ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিলো ১৮ বছর আগে। সেতুটি নির্মাণের ফলে গাইবান্ধার সঙ্গে গোবিন্দগঞ্জ হয়ে রাজধানীর দূরত্ব ১০ কিলোমিটার কমে যাবে।

গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর উপর বড়দহ ঘাটে এ সেতুটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। ২৫৩ দশমিক ৫৬ মিটার দীর্ঘ এবং ৬ দশমিক ১ মিটার প্রস্থসহ সাত স্প্যান বিশিষ্ট এই আরসিসি সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা। ১৯৯৭ সালে এ সেতুটির কাজ শুরু হয়ে ১৮ বছর পর বর্তমান সরকারের সময়ে এর নির্মাণ কাজ শেষ করা হলো। গত ২৮ মে এ সেতুর নির্মাণ কাজ শেষ হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধনের অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়নমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হবে।


অমিত দাশ/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।