মোদির শরীরে ১৫ লাখ টাকার স্যুট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৮

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক কটাক্ষ করে বলেছেন, তিনি দরিদ্র কৃষকদের কথা বলছেন কিন্তু ১৫ লাখ টাকার স্যুট পরে ঘুরে বেড়াছেন।

অভিযোগের পরিসর বিস্তৃত করে তিনি আরও বলেন, রাজস্থানে কৃষকরা দুর্ভোগ ও ঋণের মধ্যে ডুবে আছেন। ১৫ লাখ তরুণের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। শিক্ষার অবস্থা এখানে খুবই করুণ। রাজস্থানে দলিতদের ওপরে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। কৃষকদের ক্ষত নিরাময়ের পরিবর্তে তাদের ওপরে বিজেপি লবন ছিটিয়ে দেয়ার কাজ করছে। তাদের জমি কেড়ে নেয়া হচ্ছে। এসব কারণেই আজ দেশের কৃষকরা বলছেন, ‘পদ্ম ফুল (বিজেপির প্রতীক), আমাদের ভুল।’

একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শেরগিল আরও বলেন, ‘রাজস্থানে বিজেপি সরকারের আমলে কৃষক, তরুণ, শ্রমিক সকলেই দুর্ভোগে রয়েছেন। রাজ্যের ৬২ শতাংশ কৃষক ঋণের মধ্যে ডুবে আছেন।’

দেশের যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেইসব জায়গায় কৃষকরা দুর্ভোগে আছেন বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের দাবি, রাজস্থানে সুশাসনের পাশপাশি বজরংবলী ও রামের আশীর্বাদ রয়েছে। কংগ্রেসের কেবল মুসলিম ভোট প্রয়োজন। কিন্তু তাদের উদ্দেশ্য সবার সঙ্গে সকলের উন্নয়ন। পার্স টুডে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।