মেহেরপুরে বাল্যবিবাহ রোধে সাইকের র‌্যালি


প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৯ আগস্ট ২০১৫

`প্রতিটি মেয়ে শিশু খুঁজে নিক আলোর পথ, আসুন আমরা গ্রহণ করি বাল্য বিবাহ বন্ধের প্রতিরোধ` এ স্লোগানে মেহেরপুরের মুজিবনগরে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনামূলক বাইসাইকেল র‌্যালি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কেদারগঞ্জ, বল্লভপুর, আনন্দবাস গ্রামের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপত্বি করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, কৈশর উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপক শাকিল মাহমুদ, প্রকল্প পরিচালক সুনিল কুমার রায়। মুজিবনগর উপজেলার ৪ ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

আসিফ ইকবাল/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।