১৭৯ যাত্রী নিয়ে বিল্ডিংয়ে ধাক্কা এয়ার ইন্ডিয়ার বিমানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ২৯ নভেম্বর ২০১৮

১৭৯ আরোহী নিয়ে দুর্ঘটনায় পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সুইডেনের স্টকহোম আরলান্ডা বিমানবন্দরে অবতরণের সময় বিমানটির ডানা পাশের একটি ভবনকে আঘাত করে।

সুইডেনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পৌনে ৬টা দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, বুধবার দিল্লি বিমানবন্দর থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে ফ্লাই করে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরে অবতরণের সময় বিল্ডিংয়ের সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। এতে বিমানের একটি ডানা দেয়ালে ঘষা খায়। দুর্ঘটনার পর আরোহীদের জরুরি নির্গমন পথ দিয়ে বের করে আনা হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

স্থানীয় পুলিশ জানায়, অবতরণের সময় বিমানটির ডানা বিমানবন্দরের পাশের একটি ভবনকে আঘাত করে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।