ক্ষমা চাইলেন পিকে


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৯ আগস্ট ২০১৫

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে লাইন্সম্যানকে অপমানজনক ভাষায় কথা বলার দায়ে লাল কার্ড দেখেন বার্সেলোনার সেন্টার ব্যাক জেরার্ড পিকে। ম্যাচে এই ধরণের আচরণ ও লাল কার্ডের জন্য এবার টুইটারে ক্ষমা চাইলেন পিকে।

মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে পিকে লিখেছেন, `আমি ঘটনাটির জন্য দু:খ প্রকাশ করছি। কারন সহকারী রেফারীর সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর প্রক্রিয়াটা সঠিক ছিল না। ম্যাচটিতে ঐ সময় বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরপরেও তার প্রতি কোন ধরনের অপমানজনক আচরন করা মোটেও ঠিক হয়নি।`

পিকের শাস্তির বিষয়টি মেনে নিয়েছে স্প্যানিশ সকার ফেডারেশন। তবে ক্ষমা প্রার্থনা সত্ত্বেও পিকের সামনে বেশ কয়েকটি ম্যাচ নিষেধাজ্ঞার খড়গ ঠিকই অপেক্ষা করছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।