অন্ধ্র প্রদেশে আঘাত হেনেছে হুদহুদ, নিহত ৫


প্রকাশিত: ০৬:০৯ এএম, ১২ অক্টোবর ২০১৪

ঘূর্ণিঝড় হুদহুদ ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম উপকূলে কৈলাশগিরিতে আঘাত হেনেছে। প্রচণ্ড শক্তিশালী এই ঝড়টি স্থানীয় সময় রোববার সকালে প্রায় ২০০ কিলোমিটার গতিতে আঘাত আনে। এ সময় ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণে ৫ জন নিহত হওয়ার খবরে পাওয়া গেছে।

এদিকে হুদহুদের প্রভাবে জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশ ও ওডিশ্যার উপকূলীয় জেলাগুলো থেকে ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এক খবরে এনডিটিভি জানিয়েছে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে অন্ধ্র প্রদেশের বন্দর নগরী বিশাখাপত্তমের কৈলাসগিরিতে আঘাত হানে এ ঘূর্ণিঝড়।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক খবরে জানিয়েছে, বিশাখাপত্তম এবং শ্রী কাকুলাম জেলায় দেয়াল চাপা পড়ে এবং গাছ চাপা পড়ে ২ জন নিহত হয়েছে। এছাড়াও এই ২ জেলাসহ প্রদেশের ৩ জেলায় ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত হওয়ার খবরে পাওয়া গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।