আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩ মার্কিন কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৮ নভেম্বর ২০১৮

আফগানিস্তানের গাজনি শহরের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় তিন মার্কিন কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

ন্যাটোর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। আহতদের সেবা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তালেবান জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে গত শনিবার আফগানিস্তানের নিমরুয প্রদেশে এক অভিযানের সময় এক মার্কিন সেনা নিহত হয়। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, তারই এক আফগান সহকর্মীর গুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। আফগান সেনা ভুলে গুলি ছুড়েছে বলে দাবি করা হয়েছে।

চলতি মাসের শুরুতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি পুলিশ এবং সেনা নিহত হয়েছেন।

আফগানিস্তানে বহু বছর ধরে মার্কিন নেতৃত্বে বিদেশি সেনারা তৎপরতা চালালেও সেখানে এখনও নিরাপত্তা ফিরে আসেনি। এখনও দেশটির প্রায় অর্ধেক অঞ্চল তালেবান নিয়ন্ত্রণ করছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।