ইরানে বিমান বিধ্বস্ত, নিহত ৭


প্রকাশিত: ০৬:০০ এএম, ১২ অক্টোবর ২০১৪

ইরানের পুলিশ বাহিনীর এক বিমান বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাজধানী জাহেদানে এ দুর্ঘটনা ঘটে।

তেহরান থেকে জাহেদান যাওয়ার পথে টার্বো কমান্ডার নামের হালকা বিমানটি জাহেদানের সাবজপুশান পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে উচ্চ পদস্থ তিন কর্মকর্তা, একজন পুলিশ কর্মী এবং তিনজন ক্রু রয়েছেন বলে জানান হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এ প্রদেশের সারাভান শহরে সশস্ত্র ডাকাত গোষ্ঠী সম্প্রতি চার পুলিশকে হত্যা করছে। বিমানের যাত্রীরা এ বিষয়ে তদন্তের উদ্দেশ্যে জাহেদান যাচ্ছিলেন।

বিমানটির ধ্বংসাবশেষ সাবজপুশানে পাওয়া গেলেও মারাত্মক এ দুর্ঘটনার কারণ এখনো জানা যায় নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি স্থানীয় কর্মকর্তারা। সূত্র: আইআরআইবি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।