বিনা কারণে ১৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

দখলকৃত পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে ১৮ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু।

ইসারয়েলের সেনাবাহিনী এক বিবৃতির মাধ্যমে জানায়, আটক ব্যক্তিরা ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এই অভিযোগের পেছনে যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি তারা।

আরও পড়ুন>> হোটেলে খাসি বলে দেয়া হয় কুকুর বিড়ালের মাংস

ইসরায়েলের সেনাবাহিনী মাঝে মাঝেই ওই এলকায় অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের বিনা কারণে আটক করে। মূলত সেখানে তারা ফিলিস্তিনি নাগরিকদের বসতি নিশ্চিহ্ন করতেই অভিযান চালায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ফিলিস্তিনের হিসেব মতে, কমপক্ষে ৬ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নাগরিককে বিনা কারণে আটক করে কারাবন্দী করে রেখেছে ইসরায়েল। কারাবন্দীদের মধ্যে নারী-শিশুসহ সংখ্যালঘুরাও রয়েছে।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।