তারেক মাসুদ স্মরণে সড়ক নিরাপত্তা সংলাপ


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৯ আগস্ট ২০১৫

অকালপ্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ তাদের সঙ্গে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সকলের স্মরণে বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংলগ্ন সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা চত্বরে (ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে) অনুষ্ঠিত হবে সড়ক নিরাপত্তা সংলাপ-২০১৫।

এরপর সন্ধ্যা ৬টায় থাকছে সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনায় মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন এবং সর্বশেষ আয়োজনে থাকছে সন্ধ্যা ৭টায় স্মৃতিকথায় রানওয়ে এবং আদম সুরত প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শনী।

সড়ক নিরাপত্তা সংলাপ ২০১৫ এর বক্তা হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারপারসনন ক্যাথরিন মাসুদ, ব্র্যাক এর সিনিয়র ডিরেক্টর ফর স্ট্র্যাটেজি, কমিউনিকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট আসিফ সালেহ্, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এবং মিশুক মুনীরের কনিষ্ঠ সহোদর আসিফ মুনীর।

অনুষ্ঠানটি আয়োজন হবে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং ব্র্যাক এর যৌথ উদ্যোগে। এছাড়াও সংলাপ পরবর্তী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ঢা.বি.) এর আয়োজনে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।