ফের রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় বৈঠকে নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

রাশিয়া ও ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি রোববার এ বৈঠক আহ্বানের কথা নিশ্চিত করেন। রাশিয়া তাদের অধিকৃত ক্রিমিয়া উপকূলে ইউক্রেন নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করার প্রেক্ষিতেই এ বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি রোববার এক টুইট বার্তায় বৈঠকের ব্যাপারে নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল (সোমবার) স্থানীয় সময় সকাল ১১ টায় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।’

রাশিয়ার এফএসবি নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তাদের সীমান্ত টহল বোটগুলো কৃষ্ণ সাগরে ইউক্রেন নৌবাহিনীর জাহাজগুলো জব্দ করেছে এবং সেগুলো থামাতে অস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা ইউক্রেনের সামরিক অভিযান চালানো ওইসব জাহাজকে থামতে বললেও কথা শোনেনি তারা।

এর আগে ইউক্রেন নৌবাহিনী অভিযোগ করে রাশিয়া ক্রিমিয়া উপকূলে তাদের জাহাজকে লক্ষ্য করে হামলা করে। তারা দাবি করছে, এতে থাদের অনেক সদস্য আহত হয়েছে আর রাশিয়া তাদের ওই জাহাজগুলো জব্দ করেছে।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।