ম্যানচেস্টারে অভিভূত শোয়েন্সটাইগার
টটেনহামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শনিবার অভিষেক হয়েছে জার্মান তারকা বাস্তিয়ান শোয়েন্সটাইগারের। সে ম্যাচে ভক্তদের উষ্ণ সংবর্ধনা পেয়েছেন এই জার্মান তারকা। আর এই সংবর্ধনায় অভিভূত হয়েছেন এই তারকা মিডফিল্ডার।
৩১ বছর বয়সী জার্মান তারকা জানান, ওল্ড ট্রাফোর্ডে টটেনহামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সমর্থকরা আমাকে যে উষ্ণতা এবং উৎসাহ নিয়ে স্বাগত জানিয়েছেন তা আমার কাছে সত্যিই বিস্ময়কর।
আলেক্স ফার্গুসন কোচের পদ ছেড়ে যাওয়ার পর ধুঁকতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। গত দুই মৌসুমে শিরোপা শুন্য থাকতে হয়েছে ইংল্যান্ডের সবচেয়ে সফল এই ক্লাবকে। তবে আবার ইউরোপের পরাশক্তি করে তোলার প্রতিশ্রুতি দিয়ে শোয়েন্সটাইগার বলেন, ক্লাবটিকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা বায়ার্নের মতো আন্তর্জাতিক মানে নিয়ে যেতে আমার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করাসহ সবকিছু করব।
গত মাসে বায়ার্ন মিউনিখ ছেড়ে তিন বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে আসেন শোয়েন্সটাইগার। ম্যানচেস্টারের হয়ে প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয়। গুঞ্জন শুনা যাচ্ছে তার পথ ধরে ম্যানচেস্টারে পাড়ি জমাচ্ছেন আরেক জার্মান তারকা থমাস মুলার।
আরটি/এআরএস/পিআর