উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় যাত্রীবাহী নৌকাডুবিতে ২৯ জন নিহত ও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৬০ জন। শনিবার দেশটির রাজধানী কাম্পালার অদূরে মুকোনো জেলায় ভিক্টোরিয়া হৃদে এ নৌকাডুবির ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সহকারি পুলিশ কমশিনার প্যাট্রিক ওনাওঙ্গো বলেন, মূলত অতিরিক্ত যাত্রী নেয়ার কারণেই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। তাছাড়া খারাপ আবহাওয়ার কারণেও নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি। তাছাড়া নিখোঁজ ৬০ জনও নিহত হতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, নৌকাটিতে ৯০ জনের বেশি যাত্রী ছিল। নিখোঁজদের উদ্ধারে তল্লাসী অভিযান অব্যাহত চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যায়, নৌকাটি তীর থেকে ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।