ডিএনসিসির ১৬৯ কর্মচারীকে বদলি


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ১৯ আগস্ট ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৬৯ জন তৃতীয় শ্রেণির কর্মচারীকে বদলি করা হয়েছে। মঙ্গলবার থেকে এ বদলির আদেশ কার্যকর হয়।

প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির মেয়র আনিসুল হকের নির্দেশে একই দফতরে ৪ বছরের অধিক সময় ধরে কর্মরত তৃতীয় শ্রেণির এসব কর্মচারীদেরকে বদলি করা হয়েছে।

এর আগে প্রথম ধাপে ডিএনসিসির ৩৬ জন ওয়ার্ড সচিবকে বদলি করা হয়। দ্বিতীয় ধাপে তৃতীয় শ্রেণির কর্মচারীদের এ গণবদলি করা হলো। এরপর তৃতীয় থাপে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার কর্মকর্তাদের বদলির বিষয়টি সামনে রয়েছে। ফলে বদলি আতংকে আছেন এসব কর্মকর্তারা।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।