পেট্রোল-ডিজেলের দাম কমেছে ভারতে
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী। এর প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারতেও। দেশটিতে কমেছে পেট্রোল-ডিজেলের দাম।
ভারতে শুক্রবার পেট্রোলের দাম প্রতি লিটারে ০.৪০ রুপি কমে। অপরদিকে ডিজেলের দাম ০.৪১ রুপি কমেছে।
শুক্রবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোল বিক্রি হয়েছে ৭৫.৫৭ রুপি, মুম্বাইয়ে ৮১.১০ রুপি, বেঙ্গালুরুতে ৭৬.১৭ রুপি, চেন্নাইতে ৭৮.৪৬ রুপি, কলকাতায় ৭৭.৫৩ রুপি এবং হায়দরাবাদে ৮০.১২ রুপি।
অপরদিকে প্রতি লিটার ডিজেল বিক্রি হয় দিল্লিতে ৭০.৫৬ রুপি, মুম্বাইয়ে ৭৩.৯১ রুপি, বেঙ্গালুরুতে ৭০.৯৩ রুপি, চেন্নাইয়ে ৭৪.৫৫ রুপি, কলকাতায় ৭২.৪১ রুপি এবং হায়দরাবাদে ৭৬.৭৭ রুপি।
ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। দেশটিতে মোট ব্যবহৃত জ্বালানি তেলের শতকরা ৮০ ভাগই আমদানি করা হয়। তাই বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সঙ্গে ভারতেও দাম ওঠা-নামা করে।
গত কিছুদিন যাবত বিশ্ববাজোরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দাম কিছুটা বাড়ায় দেশটিতে পেট্রোল-ডিজেলের দাম কমেছে। সূত্র : আনন্দবাজার
এমএমজেড/পিআর