নানকার আন্দোলন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির দাবি
মঙ্গলবার ৬৬তম ঐতিহাসিক নানকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে নানকার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও বিয়ানীবাজার সাংস্কৃতি কমান্ডের উদ্যোগে নাটক মঞ্চায়ন করা হয়।
আলোচনা সভায় বক্তারা নানকার কৃষক আন্দোলনসহ বাঙালি জাতির সকল কৃষক বিদ্রোহ পাঠ্য বইয়ে অর্ন্তভুক্তির দাবি জানিয়ে বলেন, আমরা ইতিহাস লালন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আমাদের শেকড় জানতে হবে। পাক শাসকদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার খোরাক যুগিয়েছিল এসব কৃষক আন্দোলন।
এসব আন্দোলন দৃষ্টির বাইরে রাখলে বাঙালির ইতিহাস ম্লান হয়ে যাবে। আলোচনা সভার পূর্বে বিয়ানীবাজার সাংস্কৃতি কমান্ড কলেজ শহীদ মিনারে মঞ্চস্থ করে নাটক ‘বিদ্রোহী নানকার’।
নানকার আন্দোলনে স্মৃতি বিজড়িত সোনাই নদীর তীরবর্তী শানেশ্বর-উলুউরি এলাকায় নির্মিত স্মৃতিসৌধে সকালে পুষ্পস্তবক অর্পণ করেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, উলুউরি যুব সংঘ, শানেশ্বর সমাজকল্যাণ সমিতি, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন সংগঠন।
বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনারে বিয়ানীবাজার সাংস্কৃতি কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সালেহ আহমদ শাহিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ।
বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক কবি তারিকুল ইসলাম, কবি ফজলুল হক, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাংবাদিক এম সিন উদ্দিন।
ছামির মাহমুদ/বিএ