শ্রমিকের ছেলে থেকে ৭০০ কোটি ডলারের মালিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২২ নভেম্বর ২০১৮

ইন্দোনেশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস পিটি টোকোপিডিয়া। সফ্টব্যাঙ্ক-সহ বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ কোটি ডলার উত্তোলনের পর এই মুহূর্তে টোকোপিডিয়া ইন্দোনেশিয়ার সবচেয়ে মূল্যবান স্টার্টআপ হয়ে উঠেছে।

দেশটির বৃহৎ এই স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা তানুউইজাইয়া। তার বাবা কারখানার একজন শ্রমিক। দেশটিতে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে দ্রুত কেনাকাটা করার আগ্রহ বাড়িয়ে তোলার পেছনে যদি কারও কৃতিত্ব থেকে থাকে তবে তিনি উইলিয়াম। ই-কমার্স এই মার্কেটপ্লেসের বর্তমান মূল্য ৭০০ কোটি মার্কিন ডলার।

ইন্দোনেশিয়ার অনলাইন অর্থনীতি দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত বর্ধনশীল। ২০২৫ সালের মধ্যে দেশটির ই-কমার্স খাতের বাজার পৌঁছাতে পারে ৫ হাজার ৩০০ কোটি ডলারে। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে অনলাইন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এবং টেম্যাসেক হোল্ডিংস পিটিই। এতে বলা হয়েছে, ২০০৯ সালে প্রতিষ্ঠিত টোকোপিডিয়া তার প্রতিদ্বন্দ্বীদের জন্য আরও শক্তিশালী প্রতিযোগিতা তৈরি করতে চলেছে।

আরও পড়ুন : ধূমপান নিষিদ্ধ সেই কফি হাউসে

চীনের আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা সম্প্রসারিত করছে। পিটি বুকালাপাক.কম অংশীদার হিসাবে হাজার হাজার দোকানকে জুড়ে ফেলেছে এবং সিঙ্গাপুরের সী লিমিটেডও ই-কমার্স সম্প্রসারণে ব্যাপকভাবে বিনিয়োগ করছে।

william

বেইন অ্যান্ড কোম্পানির জাকার্তাভিত্তিক অংশীদার উসমান আখতার বলেন, ‘সম্প্রতি টোকোপিডিয়া এই সময়ের একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এটি অসামান্য অগ্রগতি করেছে। যে হারে নতুন এবং বড় তহবিল আসছে তার মানে হলো, প্রধান বিনিয়োগকারীরা ভবিষ্যতে একীভূত বাজারে এর সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছেন।’

তবে টোকোপিডিয়া কর্তৃপক্ষ এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সফটব্যাংকও মন্তব্য করতে রাজি হয়নি। বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান আইপ্রাইস গ্রুপ বলছে, টোকোপিডিয়া তৃতীয় কোয়ার্টারে ইন্দোনেশিয়ায় ১ নম্বর স্থানে ছিল।

আরও পড়ুন : ৬৫ দিন সূর্য উঠবে না আলাস্কার এক শহরে

তানুউইজাইয়া বলেছেন, সফটব্যাংকের কোটিপতি প্রতিষ্ঠাতা মাসায়শির সনের সঙ্গে তার প্রথম বৈঠকই এই কোম্পানির জন্য টার্নিং পয়েন্ট ছিল। ইন্দোনেশিয়ার প্রথম অনলাইন শপিং হাব তৈরির ধারণাটির জন্য টাকা তুলতে ২০১৪ সালে ১১ বার বৈঠক করেন তিনি।

william

২০১৩ সালের এক সাক্ষাৎকারে তানুউইজাইয়া বলেছিলেন, ‘যারা আমাকে প্রত্যাখ্যান করেছিল তারা কেবল আমার অতীত সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিল, যা আমি পরিবর্তন করতে পারিনি। কিন্তু মাসায়শি সন আমার ভবিষ্যৎ সম্ভাবনার কথা দেখেন, তিনি আমার অতীত সম্পর্কে চিন্তিত ছিলেন না।’

আরও পড়ুন : শ্রীলঙ্কায় গণকবর থেকে ২৩০ কঙ্কাল উদ্ধার

চলতি বছরে টোকোপিডিয়ার সামগ্রিক পণ্যদ্রব্য মূল্য (যা এই প্ল্যাটফর্মে বিক্রি করা সামগ্রীর মোট মূল্য বোঝায়) তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কোম্পানির ইলেকট্রনিক্স, পোশাক এবং স্বাস্থ্য সামগ্রী সরবরাহ করে টোকোপিডিয়া। ট্রেনের টিকিট কেনার জন্য এবং মোবাইল ফোন রিচার্জের মতো ওয়েবসাইটও পরিচালনা করে ইন্দোনেশিয়ার বৃহৎ এই অনলাইন মার্কেটপ্লেস।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।