রহিম আফরোজ সুপার স্টোরকে জরিমানা
ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির দায়ে রহিম আফরোজ সুপার স্টোরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ হাজার টাকা জরিমানাও করা হয় প্রতিষ্ঠানটিকে।
মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহানের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই-এর মানচিহ্নবিহীন সাবান, স্কিন ক্রিম বিক্রয় ও বিতরণ করার দণ্ড হিসেবে বিএসটিআই অধ্যদেশ-১৯৮৫ এর আওতায় সীমান্ত স্কয়ারের রহিম আফরোজ সুপার স্টোর লিমিটেডকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএ/একে/আরআইপি