মহারাষ্ট্রে অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২০ নভেম্বর ২০১৮

ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। মঙ্গলবার সকালে নাগপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্রভাণ্ডারের পুরনো গোলাবারুদ নিষ্ক্রিয় করার কাজ চলছিল। সে সময়ই হঠাৎ একটি ২৩এমএম শেল-এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি দু'জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গোলাবারুদ পুলগাওয়ে অস্ত্রভাণ্ডারের একটি খোলামাঠে নেয়া হচ্ছিল। সে সময়ই বিস্ফোরণ ঘটে। ওয়ার্ধার এক পুলিশ সদস্য বলেন, পুরনো গোলাবারুদ বের করার সময় বেশ কয়েক বক্সে বিস্ফোরণ ঘটে। একটি খোলা মাঠেই ওই দুর্ঘটনা ঘটে। এর আগে ২০১৬ সালে পুলগাওয়ের একটি অস্ত্রভান্ডারে বিস্ফোরণে ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।