শিকাগোর হাসপাতালে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২০ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের একটি হাসপাতালে গোলাগুলির ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, সোমবার এক বন্দুকধারী হাসপাতালে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন ওই হামলাকারীও নিহত হয়েছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছে তা স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তারা এবং অন্যজন হাসপাতালের একজন কর্মী।

শিকাগো পুলিশের মুখপাত্র অ্যান্তনি গুগলিয়েলমি বলেন, গোলাগুলির ঘটনার পর হাসপাতালে তল্লাশি চালিয়ে পুলিশ। এক টুইট বার্তায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলি শেষ হয়েছে এবং রোগীরা নিরাপদেই রয়েছেন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।