‘ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক যুক্তরাষ্ট্রে

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রে ‘ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক পড়েছে। অনলাইন বাজারে পাওয়া যাচ্ছে এ টয়লেট ব্রাশ। চাইলে কিনতে পারবেন যে কেউ। মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ দশমিক ৯৯ ডলার।

বর্তমানে মূল্য হ্রাসে এর মূল্য নির্ধারন করা হয়েছে ২১ দশমিক ৯৯ আর বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার। আসল মূল্য থেকে ৬০ শতাংশ মূল্য হ্রাস করায় এ ব্রাশের বিক্রি বেড়েছে প্রায় তিনগুন।

নিউজিল্যান্ড থেকে তৈরিকৃত ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ অনলাইনে বিক্রয় মাধ্যম ইটিএসওয়াইতে পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে ব্রাশটি অন্যান্য ব্রাশ থেকে আলাদা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে গড়া ব্রাশটি টয়লেট পরিষ্কারের দিক থেকেও অনেক এগিয়ে।

১৫ ইঞ্চি দৈর্ঘ্যের ডোনাল্ড ট্রাম্প ব্রাশটি ইতোমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কিনতে চাইলে তৎক্ষণাৎ কেউ সেটি পাচ্ছেন না। এজন্য কয়েক সপ্তাহ আগেই ব্রাশটির জন্য অর্ডার দিতে হচ্ছে। বিক্রেতারা এই ব্রাশ বিক্রির ক্ষেত্রে বলছেন, মেক ইউর টয়লেট গ্রেট এগেইন। এর আগে ট্রাম্প টয়লেট সু এবং ট্রাম্প টয়লেট পেপারও বাজারে এসেছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।