পাঞ্জাবে বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৮ নভেম্বর ২০১৮

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে দশজন। রোববার স্থানীয় সময় সকালের দিকে মোটর সাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত বোমা নিক্ষেপ করলে এ হাতহতের ঘটনা ঘটে।

প্রতেক বছর অমৃতসরের আদিলওয়ালের নিরাঙ্কারিতে ব্যাপকসংখ্যক মানুষের সমাগম ঘটে। অমৃতসরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুরিন্দর পাল সিং পার্মার বলেন, আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে ধর্মীয় ওই অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে। জঙ্গি সংগঠন জয়েশ-ই মোহাম্মদের সদস্যরা পাঞ্জাবে ঢুকে পড়েছে বলে রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। এর মাঝেই বোমা হামলার ঘটনা ঘটেছে।

হামলাকারীদের সনাক্ত করতে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পর তা বিশ্লেষণ শুরু করেছে। তবে সন্ত্রাসী হামলার শঙ্কা নাকচ করেনি পুলিশ। পুলিশের ওই কর্মকর্তা বলেন, ত্রাস ছড়ানোর উদ্দেশে এ হামলা হতে পারে।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।