পর্যটকদের আচরণে বিরক্ত বাঘের তাড়া, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৮ নভেম্বর ২০১৮

ভারতের নাগপুরের পান্ধারপাওনি উদ্যানে অনেকদিন ধরেই বাস করে ‘মায়া’ নামের এই বাঘটি। তার দুটি শাবকও আছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায় সেই বাঘদের কিছু ভিডিও।

এমনই একটি ভিডিও করার জন্য কিছু পর্যটক ‘মায়া’কে উত্যক্ত করলে সে পর্যটকের গাড়িকে ধাওয়া করে। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতের ‘টাইমস অফ ইন্ডিয়া’র ফেসবুকে ভিডিওটি মঙ্গলবার আপলোড হবার পর থেকে তা তিন লাখেরও বেশিবার দেখা হয়েছে। এই কয়েকদিনের মধ্যেই ভিডিওটি শেয়ার করা হয়েছে ৬০০ বার।

ভিডিওটি প্রকাশ হবার পর বিভিন্ন মহল থেকে উদ্যানে পর্যটকেদের আচরণ নিয়ে সমালোচনা হচ্ছে। পর্যটকদের এমন আচরণের সমালোচনা করছেন অনেকে। এর ফলে উদ্যানের কর্তৃপক্ষও সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।