ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ভূমিধসে নিহত ৭
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের সুলাওয়েসি প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প ও ভূমিধসে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির কর্মকর্তারা বলেছেন, ভূমিকম্প ও ভূমিধসের ঘটনায় ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন ৮ হাজারের বেশি মানুষ।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পুনর্বাসন ও পুনর্গঠন ইউনিটের প্রধান পাসামবোন প্যাঙ্গললি বলেন, উদ্ধার তৎপরতা চালানোর সময় এ প্রাণহানির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, সুলাওয়েসিতে ভূমিধসে কমপক্ষে ৮টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এই কর্মকর্তা বলেন, গত কয়েক দিনে রিখটার স্কেলে ৫ দশমিক ১ থেকে সাড়ে পাঁচ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন : প্রেমিকের দেখা পেতে অর্ধেক পৃথিবী পাড়ি দিলেন প্রেমিকা
তিনি বলেন, ৮ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এদের অনেককে উদ্ধারের পর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার এই প্রদেশে ভয়াবহ এক বিপর্যয় নেমে আসে। ওই মাসের শেষের দিকে সুলাওয়েসিতে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
সূত্র : আইএএনএস।
এসআইএস/আরআইপি