সিরিয়ায় ফিরেছেন ৩ লাখ শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, ১৭ নভেম্বর ২০১৮

রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ২ লাখ ৭০ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরেছে। গত কয়েক মাসে বিভিন্ন স্থান থেকে সিরীয় শরণার্থীরা নিজেদের দেশে ফিরতে শুরু করেন। আরব দেশটিতে সাত বছর ধরে চলা সহিংসতায় দেশ ছেড়েছিলেন লাখ লাখ সিরীয় নাগরিক। খবর প্রেস টিভি।

রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েক সপ্তাহে প্রায় ৬ হাজার সিরীয় নাগরিক নিজেদের দেশে ফিরেছেন।

দেশে ফিরতে শরণার্থীদের উৎসাহী করে আসছে সিরিয়া এবং এর জোট রাশিয়া। সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে তাদের নিশ্চিত করা হয়েছে।

চলতি মাসের শুরুতে লেবানন কর্তৃপক্ষও জানিয়েছিল যে, জুলাই মাস থেকে ৮০ হাজারের বেশি সিরীয় শরণার্থী লেবানন থেকে নিজেদের দেশে ফিরেছে। অপরদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছেন, চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় সাড়ে সাত লাখ শরণার্থী নিজেদের দেশে ফিরেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।