জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৮

জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। পুলিশের মুখপাত্র চ্যারিটি চারামবা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের ওই দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই আগুনে পুরে গুরুতর আহত হয়েছেন।

জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণে গুয়ান্ডা জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।

চ্যারিটি চারামবা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।

জিম্বাবুয়েতে নিয়োজিত রেড ক্রস এক টুইট বার্তায় দুর্ঘটনা কবলিত বাসটির একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, বাসটি একেবারে পুড়ে গেছে।

চলতি মাসের শুরুর দিকে পূর্বাঞ্চলীয় রুসাপে শহর এবং হারারের মধ্যবর্তী একটি হাইওয়েতে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন নিহত হয়।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।