গোপালগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক


প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৮ আগস্ট ২০১৫

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। সোমবার রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর ও শৈলখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে আটকদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলাম ফকির (২৮) ও শৈলখোলা গ্রামের মাহফুজুর রহমান (৩০)।

মাদারীপুর র‌্যাব-৮ এর ক্যাম্প ইনচার্জ সুমন রঞ্জন সরকার জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুর্টার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতি, জাল টাকা ও মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।