লাদেনের অনুপ্রেরণা মহাত্মা গান্ধী


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৮ আগস্ট ২০১৫

১৯৯৩ সালে ব্রিটিশদের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের সমর্থকদের আমেরিকার দ্রব্য বর্জনের ডাক দিয়েছিলেন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন। আল কায়েদার সাবেক এই নেতার অডিও টেপ থেকে এ তথ্য জানা গেছে।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালালে ওসামা বিন লাদেন আফগানিস্তানের কান্দাহারে চলে যেতে বাধ্য হন। ১৯৯৭ সাল পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি আশ্রয় পরিবর্তন করে দিতে  বাধ্য হয় আল কায়েদা সদস্যরা।

এরকম একটি জায়গা থেকে অন্তত ১৫ শ` ক্যাসেট খুঁজে পাওয়া যায়। এরপর দোকান থেকে সবার হাতে হাতে পৌঁছে যায় এসব ক্যাসেট। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এর একজন ক্যামেরাম্যান একটি ক্যাসেট পান। আপাতত উইলিয়ামস কলেজে এই ক্যাসেটটি আফগান মিডিয়া প্রকল্প হওয়ার পথে রয়েছে।

ফ্ল্যাগ মিলার নামে আরবী সাহিত্যের একজন বিশেষজ্ঞ, নিজের লেখা বইতে এই অনবদ্য সংগ্রহের কথা উল্লেখ করেছেন। ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত একাধিক টেপে ২ শ` ভিন্ন বক্তার কণ্ঠ রয়েছে। এদের মধ্যে লাদেনেরও কণ্ঠ রয়েছে। এই টেপে অবিশ্বাস্যভাবে নাম উঠে এসেছে মহাত্মা গান্ধীর।

১৯৯৩ সালের সেপ্টেম্বরে লাদেন যে ভাষণ দিয়েছিলেন তাতে অনুপ্রেরণা হিসাবে মহাত্মা গান্ধীর নাম উল্লেখ করা হয়েছে। ওই টেপের বক্তব্য অনুযায়ী, ১৯৯৬ সাল পর্যন্ত হিংসার কোনো কথা বলেননি লাদেন। ২০১১ সালের ২ মে পাকিস্তানের আবোটাবাদে ড্রোন হামলায় নিহত হয় অাল কায়েদার সাবেক এই প্রধান।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।