কৃষক আত্মহত্যা বাড়ছে সুইজারল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

কৃষকদের মধ্যে আত্মহত্যা শুধু ভারতেই বাড়ছে তা নয়। সুইজারল্যান্ডের মতো দেশেও সাম্প্রতিক সময়ে কৃষকদের আত্মহত্যার ঝুঁকি বাড়ছে। কেন কৃষকরা আত্মহত্যাপ্রবণ হয়ে উঠছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে সুইজারল্যান্ড।

সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে, বেশ কিছু গ্রামেই আত্মহত্যা বেড়ে গেছে। এদের মধ্যে ৩৮ শতাংশ মানুষই কৃষক। বার্ন বিশ্ববিদ্যালয়ের ওই সমীক্ষায় সুইজারল্যান্ডের ৩৫ থেকে ৭৪ বছর বয়সী ১০ লাখ ৮০ হাজার গ্রামীণ মানুষের আত্মহত্যার তথ্য ঘেঁটে দেখা হয়েছে।

১৯৯১ থেকে ২০১৪ সালের মধ্যে প্রতি এক লাখে আত্মহত্যার হার ৩৩ শতাংশ। কিন্তু কৃষকদের ক্ষেত্রে তা লাখে ৩৮ জন। সমীক্ষায় দেখা গেছে, ৯০ হাজার কৃষকের মধ্যে ৪৪৭ জন আত্মহত্যা করেছেন। ২০০৩ সালে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমলেও কৃষকদের ক্ষেত্রে তা বেড়েছে।

সম্প্রতি কৃষকদের মধ্যে এই প্রবণতা ৩৭ শতাংশ বেড়েছে। বার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোল স্টিক জানিয়েছেন, কৃষকদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বেশি, এটা আশ্চর্যের নয়। এটা অন্য দেশেও ঘটছে। সুইজারল্যান্ডে গত দশ বছর তা বেড়েছে, আগে ততটা ছিল না।

কৃষকদের পরিবার এবং পেশাই এর পেছনে দায়ী। বিয়ের পর পারিবারিক সঙ্কটের সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে তাদের কাজে। বা কাজের প্রভাব পড়ছে তাদের দাম্পত্যজীবনে। তাছাড়া, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও একটা কারণ। বৃদ্ধ চাষিরা ডিজিটাইজেশন এবং আমলাদের বাড়াবাড়ির সঙ্গে লড়াই করছেন। অনেকেই তাদের খেত কিনে নেওয়ার মতো খদ্দের পাচ্ছেন না।

আবার অনেকেই নিজেদের অকর্মণ্য মনে করছেন। মনোবিদরা বলছেন, আত্মহত্যার প্রবণতা রুখতে কৃষকদের প্রতি যত দ্রুত সম্ভব মনোযোগ দিতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চাষিরা নীরব। অন্যের কাছে সাহায্য চাইতে তারা পারছেন না। ২০১৫ সালে সুইজারল্যান্ডে ১০৭৩ জন আত্মহত্যা করেছেন। ১৯৯৫ সালে আত্মহত্যা করেছেন ১৪১৯ জন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।